Abu Sayed
কবিতা:
শিরোনাম: উম্মতের কান্ডার
লেখক: আবু ছায়েদ মেম্বার
১৫/১১/২০২৪
গুনাগার উম্মতের কান্ডারী নবী
মোদের নবী রহমতের ভান্ডার,
রোজ হাশরে দয়াল নবী বিনে
কেউ নাই নিদানে করিবে উদ্ধার।
দয়াল আল্লাহ ছিলেন একা একা
হাদিসে কুরসিতে আছে লেখা,
কেউ চিনত না আল্লাহ তালা
চিনত না আল্লাহর গোপন ভান্ডার।
গোপন প্রেমের গোপন প্রকাশিতে
আল্লাহর নূরের জ্যেতি হইতে,
ওই যে সৃষ্টি করেন দয়াল নবী
খুরদতে ওই আল্লাহ তালায়।
আশেক কইলেন নিজে খোদা
মাসুখ হইলেন কামলী ওয়ালা,
আল্লাহ নিজে দুরূদ পড়লেন
দরুদ পড়লেন ফেরেশতা নবীজির।
নবীজির দিদার নসিব হইলে
দোযগ হবে হারাম আখেরাতে,
দিবেন দেখা নবী পুলসেরা তে
উদ্ধার করবেন পুলসিরাতের পুল।
মুনকার নেকির আসবে কবরেতে
সাওয়াল করবে ওই যে কবরেতে,
আমি কাঙ্গাল বলবো ওই যোয়াবেতে
আমি নবীজির ওই উম্মত গুনাগার।